এদেশে আর কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না-মাহবুব উল আলম হানিফ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, এদেশে আর কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না, এদেশের মানুষ উন্নয়ন চায় কোনো দূর্বৃত্তায়ন চায় না। বিদেশীদের কাছে ধর্না দিয়ে কোনো লাভ হবে না। অযথা স্বপ্ন দেখবেন না, ২০২৯ সালের পর ভেবে দেখেন ক্ষমতায় যাওয়া যায় কিনা।

আজ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাড সাইফুজ্জামান শিখর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আবদুল ফাত্তাহ, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম আহমেদ, মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, পঙ্কজ সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্নালী জোয়ারদার রিয়াসহ মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলার নির্বাচিত জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

No description available.

মাহবুব উল আলম হানিফ আরো বলেন, ২০১২ সালেল পর থেকে এ পর্যন্ত বহু ঈদ চলে গেছে কিন্তু সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। আর কখনো হবেও না। বিএনপি নেতারা সামনে কিছু লোক দেখে হুস হারা হয়ে গেছে। মীর্জা ফকরুল সাহেব বিদেশেীদের বিভিন্ন দূতাবাসে ধর্না দিচ্ছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না। পৃথিবীর কোনো শক্তিই শেখ হানিাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। কারণ জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। আজকের এই জনসমুদ্র তার প্রমাণ করে। হাওয়া ভবন একসময় খাওয়া ভবনে পরিণত হয়েছিলো। তাদের এক নেতা জনগণের টাকা আত্মসাত করায় জেলে, আরেক নেতা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে। বাংলাদেশ যখন সারা বিশ্বেও কাছে উন্নয়নের রোল মডেল, ঠিক তখনই বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না, এদেশের মানুষ শান্তি চায়।

Open photo

এর আগে তিনি মাগুরার-ওয়াপদা মোড়-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক ও লাঙ্গলবাঁধ-পাংশা ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: