শ্রীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল কৃষকলীগের নেতৃবৃন্দ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরো মৌসুমে অসহায় ও অপারগ কৃষকের ধান কেঁটে বাড়ি পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শ্রীপুর সদর ইউনিয়নের হোঙ্গলডাঙ্গা গ্রামে চিত্তরঞ্জন বালার ৫৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ধান কাঁটা কর্মসূচিতে অংশ নেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ বিশ্বাস কবির, সাংগঠনিক সম্পাদক শাহিন রাশেদ, মনিরুল ইসলাম মন্নু, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য শাহা সেকেন্দার, শ্যামল কুমার, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান জোয়ারদারসহ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রামের অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে জেলার বিভিন্ন এলাকার অসহায় কৃষকের মাঠের ধান কাটাসহ বিভিন্ন মানবিক কাজে অংশ নিচ্ছে উপজেলা কৃষকলীগ।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, কৃষকলীগ শুধু রাজপথে রাজনৈতিক মিছিল মিটিং-এ নয়, গণমানুষের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছে।

উপকারভোগী কৃষক চিত্তরঞ্জন বালা বলেন, আমি বয়স্ক মানুষ তাছাড়া অনেক অসহায়।আমার জমির ধান পেঁকে যাওয়ায় খুব চিন্তার মধ্যে ছিলাম। ধান পেঁকে যাওয়ায় অর্থনৈতিক সংকটের কারণে ধান কাটতে অসুবিধা হচ্ছিল। এ সময় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে আমার ৫৫ শতাংশ জমির ধান কেঁটে দিয়েছে।

June ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: