মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
‘‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ও স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।
আলোচনা সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সির (ওষুধ প্রতিরোধী জীবাণূ) উপর বিশদ আলোচনা উপস্থাপনা করেন ডা. নিশাত তাসনিম মনীষা।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) তুষার কান্তি ঢালীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডা. কে এম সোহেল আসকর, পল্লী চিকিৎসক মো. ওয়াহিদ মুরাদ প্রমুখ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, পল্লী চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।