মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু-
মাগুরার শ্রীপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আহবায়ক মোহন মোল্লার সভাপতিত্বে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির প্রধান উপদেষ্টা এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রইসউজ্জামান, জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্যা টোকন ও সাংগঠনিক সম্পাদক গৌতম শেখর বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির যুগ্ম-সম্পাদক অদ্বৈত কুমার বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাকীম মোঃ আবু ইউছুব, জেলা সিনিয়র সহ-সভাপতি পিনাক কান্তি বিশ্বাস ও প্রচার সম্পাদক নুরে আলম দিপু প্রমূখ।
আলোচনাসভা শেষে অদ্বৈত কুমার বিশ্বাসকে সভাপতি, ওয়াহিদ মুরাদকে সাধারণ সম্পাদক ও অমল কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে শ্রীপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।