মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছী ও ঘষিয়াল গড়াই নদী ভাঙ্গন রক্ষা কমিটির আয়োজনে বুধবার বিকালে অনুষ্ঠিত হলো শেখ রাসেল গোল্ডকাপ নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগীতায় মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী ও নড়াইলের ৯টি বাইচ নৌকা অংশগ্রহণ করে। ৩কিলোমিটার দীর্ঘ নদীপথের এ প্রতিযোগিতায় যৌথভাবে বিজয়ী হয় কুষ্টিয়ার লালন শাহ ও মাগুরার কাপাশহাটির সোনার তরী নৌকা। বৃষ্টি উপেক্ষা করে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে।
নৌকা বাইচ দেখতে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অবঃ) নজরুল ইসলাম।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী গড়াই নদীর চর চৌগাছি এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি জানান, গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ৩০৮ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী চর চৌগাছি গড়াই নদীর ঘাটে অনুষ্ঠিত ‘শেখ রাসেল গোল্ডকাপ নৌকা বাইচ প্রতিযোগিতা’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু দূর্নিতিবাজ ও লুটেরা মিলে যে অশুভ ঐক্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে তা সফলতার মুখ দেখবে না। অশুভ শক্তির কোন ঐক্যই কোনদিন সত্যের কাছে টেকেনি। জনগণ আগামী নির্বাচনে আ’লীগকে আবারও ক্ষমতায় এনে সব ষড়যন্ত্রের জবাব দেবে।
স্থানীয় প্রাক্তন শিক্ষাবিদ কামালউদ্দিন শেখের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, জেলা প্রশাসক আতিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান প্রমুখ।