মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মাওলানা মো. রবিউল ইসলাম শ্বাস কষ্ট জনিত কারণে শুক্রবার রাত ৮ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও দারিয়াপুর দরবার শরীফ মসজিদের খতিব ও ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
