আজ বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ইং
loading....
শিরোনাম:
- পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে
- শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
- শ্রীপুরে অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ
- শ্রীপুরে ২'শতাধিক বিএনপি নেতাকর্মীর আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান। Magura news
- স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখা থাকছে বাজেটে
- শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- শালিখায় ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়েই ১০ গ্রামের মানুষের যাতায়াত
- ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারন ও মুক্তিপণ আদায়কারী চক্রের দুই নারীসহ মুলহোতা গ্রেফতার
- শ্রীপুরে আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
- শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
সরকার টু জনগণ সরকারি অর্থ সরাসরি সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দেয়ার নামই হলো জি টু পি অর্থাৎ গভমেন্ট টু পারসন।আর এই জিটুপি প্রক্রিয়ায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের ভাতা প্রদানের সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আশাদুল ইসলাম।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতি:দা)) শাহিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মিঠুন পারভেজ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রতিটা সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম বলেন, সরকারি অর্থ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই মূলত এনালগ পদ্ধতিকে পরিহার করে জিটুপি পদ্ধতিতে সমাজসেবা দপ্তরের সকল ভাতা ভোগীদের ভাতা প্রদান করা হচ্ছে যাতে করে প্রতিটা ভাতাভোগীরা তাদের প্রাপ্য টাকাটা যথাযথভাবে পেয়ে যান।পাশাপাশি জিটুপি প্রক্রিয়ায় ভাতা প্রদানে প্রকৃত ভাতাভোগীরা যথাযথভাবে ভাতা পাচ্ছেন কিনা এ বিষয়ে উপস্থিত সকলকে মুক্তমত প্রকাশের আহ্বান জানান এবং প্রতিটা সমস্যা চিহ্নিতপূর্বক সমাধানেরও আশ্বাস দেন তিনি।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা সুবিধা ভোগীদের ভাতা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যকে বাস্তবায়ন করতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরকে সার্বিক ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানান।