মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলায় ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা সুমন মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের অভাবনীয় সাফল্যের নানা বিষয়ের কথা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
Like this:
Like Loading...