বিশেষ প্রতিবেদক-
মাগুরায় সনাতন ধর্মালম্বীদের ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আজ শেষ হয়েছে।
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ড. বীরেন
শিকদার শ্রী শ্রী তারকব্রক্ষ মহা নামযজ্ঞানুষ্ঠানে ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শত্রুজিৎপুর গ্রামের দীন ভক্তবৃন্দ সনাতন ধর্মালম্বীদের
আয়োজিত এই মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনে বিভিন্ন স্থানের ৮ টি দল অংশগ্রহন করে।
এলাকার সনাতন ধর্মালম্বীরা প্রিয় মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন
উপভোগ করে। মহা নামযজ্ঞানুষ্ঠানে শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনে উপস্থিত ছিলেন।