বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জুয়েলারী থেকে চুরি যাওয়া ২২ ভরি সোনা , ২৯০ ভরি রুপা উদ্ধার এবং ৬জন আটক করেছে।
আজ দুপুরে দুপুরে মাগুরা পুলিশ সুপার অফিসে এক সাংবাদিক সন্মেলনে মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা বলেন, শহরের পুরাতন বাজারের সোনাপট্রিতে অবস্থিত একটি জুয়েলারী থেকে চুরি যাওয়া ২২ ভরি সোনা, ২৯০ ভরি রুপা এবং ৩৪ পিচ ব্যোঞ্জের চুড়ি উদ্ধার এবং ৬জন চোরকে আটক করেছে পুলিশ । পুলিশ জুয়েলারী দোকানে চুরি হবার পর অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া থেকে ৩জন এবং বাগেরহাট থেকে ৩জন মোট ৬জন চোরকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে চুরি যাওয়া ২২ ভরি ১০ আনা সোনা, ২৯০ ভরি রুপা এবং ৩৪ পিচ ব্যোঞ্জের চুড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো নাড়াইলের লোহাড়ার আবুল হাসান (৫০) ,বাগেরহাটের রামপালেল মিন্টু ( ২০) , মোস্তাফিজুর ওরফে মামুন (৫০) , ইয়াছিন ( ৫০) , গোপালগঞ্জের কাশিয়ানীর মেহেদী হাসান ( ৪৮) , মাগুরার পুিলশ লাইন পঞ্চিম পাড়ার মিরাজুল ইসলাম (৪০) । গ্রেফতারকৃতদের একজনের বড়ি মাগুরায়। অন্য ৫জনের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানা ও বাগেরহাট সদর থানায়। এব্যাপারে মাগুরা থানায় দোকান মালিক বিমল বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।