মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গোয়ালদাহ বাজারে ইউনিয়ন যুবলীগের আয়োজনে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।
সম্মেলনের প্রথম পর্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি তহিদুল ইসলাম তহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ।উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আরজান বাদশার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস বাপ্পি, সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শিহাব, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, আশরাফ খাঁন, সাকিব হাসান তুহিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমূখ।