মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –
মাগুরা জেলা সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) মঙ্গলবার শহরে মিছিল সমাবেশ এবং পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় তারা শহরের সেগুন বাগিচা থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সহসভাপতি ওহিদুল হক ফনি, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জাসদ আইনজীবি পরিষদের নেতা মিজানুর রহমান, জেলা নারী জোটের আহ্বায়ক লাবনী বেগম, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমিন বিশ্বাস, শ্রীপুর উপজেলা জাসদের সদস্য হাসেম মোল্লা, মীর আব্দুর রাজ্জাক রাজা, মাগুরা জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিখিল শিকদার, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ জেলা উপজেলার জাসদ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আইনের শাসনের সহায়ক বাহিনী হিসেবে পুলিশের ভূমিকা নিশ্চিতকরণ, প্রতিকার প্রার্থিদের অবহেলা দূরীকরণ ও হয়রাণি বন্ধ, রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান নিশ্চিতকরণ, অপরাধ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্মচারিদের বিচার, পুলিশী হেফাজতে নির্যাতন বন্ধ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এই ৬টি দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে।