জয় মিত্র –
মাগুরা শহরের সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছে ময়লা-আবর্জনায়। বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে সভা সমাবেশে বর্তমানে প্লাস্টিকের বোতল ও ওয়ান টাইম খাবারের থালা ও গ্লাস প্রচুর ব্যবহৃত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নষ্ট না করে ফেলে দেয়া হয় এখানে-সেখানে। এসবের একটিও পচনশীল দ্রব্য নয়। একটু বৃষ্টি হলেই সেগুলোতে জমছে পানি। সৃষ্টি হচ্ছে মশার জন্মস্থান।
বিশেষজ্ঞরা বলছেন, তিন দিনের বেশি জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হতে পারে। একটি স্ত্রী মশা একসঙ্গে ১০০ থেকে ২০০টি ডিম দিয়ে থাকে। তারা দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত বেঁচে থাকে। সেকারনে প্লাস্টিকের বোতল ও ওয়ান টাইম খাবারের থালা ও গ্লাস ব্যবহ্যারের পর সেগুলো যত্রতত্র ফেলে না দিয়ে নষ্ট করে ফেলা উচিত। তাহলে ডেঙ্গুর ঝুকি অনেকটাই কমে আসবে
এ বিষয়ে সবাইকে সচেতন হবার অনুরোধ জানিয়েছেন সচেতন সমাজ।