মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
জামাইদের সবসময়ই একটা বাড়তি কদর থাকে। উপহার, সালামি আর বাড়তি খাওয়াদাওয়া—
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে এখন উৎসবমুখর এ জনপদ।
মেলার আশপাশের গ্রামে এখন চলছে উৎসবের আমেজ। মেলাকে ঘিরে এলাকার প্রায় অর্ধশতাধিক গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়েছে। ঘরে ঘরে শীতের পিঠা-পায়েস তৈরির ধুম। মেলা উপলক্ষে জামাই-মেয়েকে দাওয়াত দেওয়া এই এলাকার রেওয়াজ। আর জামাই মেলা থেকে বড় মাছ ও মিষ্টি নিয়ে শশুরবাড়িতে যান। শশুর জামাইকে এ উপলক্ষে উপহার দিয়ে থাকেন।