অতসী মিত্র :
২০২০ এ সারা বিশ্বের কাছে এক আতঙ্ক করোনা ভাইরাস তথা কোভিড-১৯। এক বছর আগে ২০১৯ সালের এই দিনেই চীনের হুবেই প্রদেশে প্রথম এই রোগ সনাক্ত হয়। চীনের হুবেইতে ১৭ নভেম্বর ২০১৯ সালে এক বর্ষীয়ান দম্পতি হাসপাতালে ভর্তি হন অদ্ভুত ধরনের এক নিউমোনিয়া নিয়ে। চিকিৎসকরা কিছুতেই পরীক্ষা নীরিক্ষা করে পরিস্থিতি আয়ত্তে আনতে পারছিলেন না। এরপর ২০০৩ সালের সার্সের লক্ষণ কিছুটা উঠে আসতে থাকে রোগীদের শরীর থেকে। এরপরই চীন জুড়ে ২৯ ডিসেম্বরের মধ্যে পর পর একাধিক রোগীর দেহে নতুন এই ভাইরাসের চিহ্ন মিলতে থাকে। বিভিন্ন গবেষণা থেকে বলা হয়, হুবেইর একটি সামুদ্রিক খাদ্য থেকে এই সমস্যা তৈরি হয়েছে। উহান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল বিষয়টিকে হাতে নেয়। এরপর উহানেও এমনই ঘটনার কথা জানা যায়। রোগীদের নিউমোনিয়া ধরে নিয়ে চিকিৎসা শুরু করেও হাল ছাড়তে থাকেন একের পর এক চিকিৎসক। করোনা ছড়িয়ে যেতে থাকে চীনের মানুষের মাঝে। আস্তে আস্তে তা ছড়িয়ে পরে পৃথিবীর বিভিন্ন দেশে।২০২০ সালের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে একটি বৈশ্বিক মহামারী হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে করোনা ছড়িয়ে পড়েছে ২১৩ টিরও বেশি দেশে। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৫ কোটি পেরিয়ে গেছে; মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৩ লাখ ২৮ হাজারের ঘরে। কোনো কোনো দেশে দ্বিতীয় এবং কোনো কোনো দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ এর আগমন ঘটেছে এরই মধ্যে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, যা কিনা গত ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। আজ ১৭ নভেম্বর ২০২০ বাংলাদেশ নতুন ২ হাজার ২১২ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ২৫৪ জন। সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।