সম্প্রীতির কাত্যায়নী উৎসব শুরু। Magura News

বিশেষ প্রতিবেদক –

সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে প্রতিবছর আয়োজিত হয় কাত্যায়নী পূজা। অপরূপ সাঁজে মাগুরা। জাদুকরি আলোকসজ্জা আর শৈল্পিক প্রতিমায় চোখ ধাঁধাঁনো প্রদর্শনীতে জমজমাট মাগুরা শহর। আজ 8ই অগ্রাহায়ন ২0ই নভেম্বর শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের পূজা শুরু হয়েছে।

কিছু বছর ধরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কাত্যায়নী পূজার আয়োজকেরারা। যত দিন যাচ্ছে, থিম তথা এক প্রকার শিল্প দেখতে মানুষের উচ্চাকাঙ্ক্ষা বেড়েছে বই কমেনি। শুধু ধরন বদলে যাচ্ছে। আগে মানুষ দিন দুপুরে ঠাকুর দেখার পর্ব শেষ করে ফেলতেন, এখন সারারাত ধরে ঠাকুর দেখতে পছন্দ করেন। করোনা মহামারীর কারনে এবছর পূজার আয়োজন চলছে সীমিত আকারে। সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। সম্প্রীতির এ উৎসব হোক আনন্দময়।

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: