মাগুরানিউজ.কমঃ
অবশেষে উদ্বোধন হলো বহুল প্রতিক্ষিত মাগুরা-শ্রীপুর সড়কের সংস্কারের কাজ। শুক্রবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সচিব শিকদার আবু বকর সিদ্দিকী, মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, ঠিকাদার জাকির হোসেন, শিকদার কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, যুবলীগ নেতা খন্দকার আবু আনসার আশা প্রমুখ।
জানা গেছে, ৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে প্রায় ১৪ কি.মি রাস্তার সংস্কারের কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।