মাগুরার শ্রীপুর উপজেলার কাজলীতে বাণিজ্যিকভাবে হাঁসের খামার করেছে ঝালমুখ লি. নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে এই খামারে দুই হাজারেরও বেশি দেশী হাঁস রয়েছে। প্রতিদিন এই খামার থেকে এখন এক হাজারেরও বেশি ডিম সংগৃহীত হচ্ছে। আমেরিকা প্রবাসী ইনামউজ্জামান খান এই ফার্মের উদ্যোক্তা।
স্থানীয়রা জানান, প্রতিদিন খামারের ডিম বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। অনেকে সরাসরি এসেও ডিম কিনছে।
হাঁসের পাশাপাশি এই খামারে গরুও পালন করা হচ্ছে। অনেকেই এই খামার থেকে খাঁটি দুধ সংগ্রহ করে থাকেন।
এলাকাবাসী জানিয়েছেন এই ফার্মের কারণে এখানে অর্থনৈতিক লেনদেন হওয়ায় অনেকেই বাড়তি আয়ের সুযোগ পেয়েছে।