মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরা শহরে নবগঙ্গা নদী থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে নদীর অবাধ গতি প্রবাহ ও মাছের স্বাভাবিক চলাচলের জন্য ক্ষতিকর অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে শহরের নিজনান্দুয়ালী থেকে নতুন বাজার এলাকা পযর্ন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন উপজেলা কর্মকর্তা সঞ্চিতা রাণী কুন্ডু, সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা।
এ সময় নদী থেকে ৩টি অবৈধ বাঁধ উচ্ছেদ করাসহ প্রচুর জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও অবৈধ বাঁধের মালামাল আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়।
ছবি-সংগ্রহ।