মাগুরা-১ আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকার সাকিব

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।

রোববার (৭ জানুয়ারি) রাতে  রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীকে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৮৫। এই আসনে প্রায় ৫০ দশমিক ০১ শতাংশ ভোট পড়েছে। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় কোথায় কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি।

মাগুরা-১ আসনে ব্যাপক উৎসাহ দেখা গেছে ভোটারদের মধ্য। অন্যান্য আসনের তুলনায় এই আসনে ভোটারদের উপস্থিতি বেশিই দেখা গেছে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরণের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।

প্রথমবার জাতীয় নির্বাচনে এসেই লিখেছেন জয়গাঁথা। প্রতিদ্বন্দ্বীরা পায়নি কোনো পাত্তা। মাগুরা এক আসনে নৌকার নয়া ইতিহাস। আওয়ামী লীগের উচ্ছ্বাস।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। এই আসনে অন্য তিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২ হাজার ৩৪৩ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এম মোতাসিম বিল্লা (টেলিভিশন প্রতীক) নিয়ে পেয়েছেন ৬৫৪ ভোট আর তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (সোনালী আঁশ) পেয়েছেন ৮৬৮ ভোট।

মাগুরা-১ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫২টি। মোট ভোটার ৪ লাখ ৪৮৭ জন।পুরুষ ভোটার-২’০০,৮৬৩, মহিলা ভোটার-১,৯৯,৬২৬, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা-২ জন।

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: