ডাঃ রাহুল মিত্র-
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে আদায় করেন ঈদুল আযহার নামাজ। তারপর ঈদের কোলাকুলির মধ্য দিয়ে ঘোষিত হয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অমোঘ বাণী। দৃঢ় হোক সম্প্রীতির বন্ধন এটাই প্রত্যাশা। আমাদের জীবন ত্যাগ ও মাহাত্ম্যের মহিমায় মহিমান্বিত হোক। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদের আনন্দ স্বজন-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে বেশিরভাগ মানুষ পৌঁছে গেছে নিজ নিজ শেঁকড়ে। এখন ঈদের আনন্দটা যেন সবাই মিলেমিশে উদযাপন করতে পারে সেটাই কামনা। ঈদ আনন্দ হোক সবার। সমাজের সব শ্রেণির মানুষ ঈদ আনন্দ করতে পারলেই সার্থক হবে আমাদের উৎসব আনন্দ। আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
মাগুরা নিউজ এর পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে, শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করার আহ্বান।
প্রতিষ্ঠাতা- “মাগুরা নিউজ.কম”, সাধারন সম্পাদক- মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা ও চিফ ডেন্টাল সার্জন- আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।