বিশেষ প্রতিবেদক-
মাগুরায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বৃষ্টি মাথায় নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ ২১ জুলাই বুধবার সকাল সাড়ে ৭ টায় , সকাল সাড়ে ৮টায় এবং
সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মাদ রইস উদ্দিন।
এছাড়া জজ কোর্ট মসজিদ, নতুন বাজার, দোয়ারপাড় তারা মসজিদ, ভয়না পৌর কবরস্থান মসজিদ, পশুহাসপাতাল পাড়া, সদর হাসপাতাল, স্টেডিয়াম সমজিদসহ শহরের বিভিন্ন মসজিদে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। এসময় করোন ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।