শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিমাই চন্দ্র বিশ্বাস (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার দোরাননগর বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চরমহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোরাননগর গ্রামের কাশিনাথ বিশ্বাসের ছেলে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, উপজেলা বিএনপি, সরকারি চাকরিজীবী মহলসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

স্থানীয় ও পারিবারিক স্থানীয় সূত্রে জানা যায়, নিমাই চন্দ্র বিশ্বাস রাধানগর বাজার থেকে দোরাননগর গ্রামের বাড়িতে মোটরসাইকেল যোগে রওনা দেন৷ ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের দোরানগর বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরিতগামী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পরে সেখানে অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে নিহতের পরিবার থেকে কেউ আমাদের অবহিত করেননি। যে কারণে আইনগত কোন প্রক্রিয়া আমরা গ্রহন করিনি।

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: