মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
মাগুরা জেলা বিএনপি নেতা ইকবাল আকতার কাফুর হৃদরোগ সহ নানা জটিলতায় ভূগছিলেন।
বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাগুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা ইকবাল আকতার খান কাফুরের মৃত্যুতে জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জাতীয় পার্টি সভাপতি সেলিনা হাসান, জেলা জাসদ সভাপতি অহিদুল ইসলাম ফণিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ইকবাল আকতার খান কাফুর ১৯৬২ সনের ইস্ট পাকিস্তান লেজিসলেটিভ এসেম্বলির ডেপুটি স্পীকার মশিহুল আযম খানের ছেলে।