মাগুরানিউজ.কমঃ
মাগুরায় রোববার বিকেল ৫টার দিকে স্থানীয় ভিটাসাইর হাইওয়ে রেস্তোরায় অভিযান চালিয়ে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি ট্রাক ও ২টি মোটরসাইকেল চালকদের কাছ থেকে ৩ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মাগুরায় স্থানীয় ভিটাসাইর হাইওয়ে রেস্তোরায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম এ আদেশ দেন।
ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম জানান, গাড়ির ফিটনেস সার্টিফিকেট না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে ৪ চালকের কাছ থেকে ৩ হাজার ৪শ জরিমানা আদায় করা হয়।
এ সময় পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস নিয়ে গাড়ি চালানোর জন্য তাদের মৌখিকবভাবে সতর্ক করে দেওয়া হয়।