মাগুরানিউজ.কম:
নিষেধাজ্ঞা প্রাপ্ত বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান কয়েকদিনের ভেতর শাস্তি কমানোর জন্য আপিল করতে পারবেন বলে জানিয়েছেন বিসিবি’র ডিরেক্টর জালাল ইউনুস। তিনি বলেন, ‘সাকিব বিসিবি’র চুক্তিবদ্ধ ক্রিকেটার। সবসময় তিনি আপিল করার সুযোগ পাবেন। আমাদের বোর্ড সভাপতির সঙ্গে সাকিব দেখা করেছেন। সেখানে তিনি আপিল করার সুযোগ চেয়ে অনুরোধ করেছেন। এখন দেখার বিষয় বোর্ড নতুন করে কি সিদ্ধান্ত নেয়’।এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘বোর্ড তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে তা এখনই বলা সম্ভব নয়। সে আপিল করার পর বোর্ড মিটিং ডেকে সিদ্ধান্ত নিবে।খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
এর আগে গত বুধবার সাকিব বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করেছেন। সেখানে সাকিব তার ছয় মাসের নিষেধাজ্ঞা কমিয়ে আনার জন্য অনুরোধ করেন। এছাড়া আপিল করার সুযোগও চেয়েছেন এ অলরাউন্ডার।
গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে ছয় মাসের জন্য দল থেকে বহিস্কার করা হয়। দেশের ভিতর ছয় মাস এবং দেশের বাইরে দেড় বছর তিনি খেলতে পারবেন না বলে বিসিবি থেকে জানানো হয়।
এদিকে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর পার্টনার সাহারা সাকিবের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের অভিযোগ সাকিব জাতীয় দলের জার্সি গায়ে বিজ্ঞাপনে কাজ করেছে। যা দলের নিয়ম ভেঙ্গে করা হয়েছে।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সাহারা আমাদের কাছে অভিযোগ করেছে। তারা জানায় সাকিব বিজ্ঞাপনে জাতীয় দলের জার্সি গায়ে ছবি তুলেছে এবং বিলবোর্ডেও তার এ ছবি প্রকাশ করেছে। যা দলের নিয়মে নেই। নিয়মে ছিল বিসিবি’র লোগোসহ কোনো খেলোয়াড় জার্সি গায়ে বিজ্ঞাপন করতে পারবে না। সাকিবের নিষেধাজ্ঞায় এই ইস্যুটিও ছিল।’
এতকিছুর পরও সাকিবের প্রতি নমণীয় হয়েছে বিসিবি। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংবা জিম্বাবুয়ে সফরে সাকিব খেলতে পারবেন না বলে মনে করছেন অনেকে। তবে সাকিবকে যে কোনো সময়ে আপিল করার সুযোগ দেওয়া হলেও তিনি এখনও আপিল করেন নি।