জেলার শ্রীপুর উপজেলার নাকোল ক্যাম্পের পুলিশ সোমবার রাতে রাস্তায় টহল দেয়ার সময় ২০০ পিস উয়াবা সহ জামিরুল শেখ (২৪) নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, নাকোল ক্যাম্পের পুলিশ সোমবার রাতে রাস্তায় টহল দেয়ার সময় মাগুরা সদর উপজেলার বেল নগর গ্রামের শহিদুল শেখের পুত্র জামিরুল শেখ ২০০ পিস ইয়াবা নিয়ে মোটর সাইকেল যোগে শ্রীপুর আসার পথে গোবিন্দপুর নামক স্থানে পুলিশ তার গতিরোধ করে। তল্লাশি কালে তার শরীর থেকে ২০০ পিস উয়াবা উদ্ধার করে ও তাকে গ্রেফতার করে।
এ সময় তার চালিত মোটর সাইকেল খানাও জব্দ করে পুলিশ। সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাদকের ব্যাবসা করে আসছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ধৃত জামিরুল কে আদালতে সোপর্দ করা হযেছে।