বিশেষ প্রতিবেদক
প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যে গতকাল বিকালে মাগুরা
জেলার শ্রীপুর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভ‚মিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, যশোর এর বাস্তবায়নে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর (যুগ্ম সচিব) প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, ওয়েলফেয়ার সেন্টার যশোর এর সহকারী পরিচালক মোঃ ফসিউল আলম, যশোর ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, শ্রীপুর প্রেসক্লাব এর সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রত্যাগত অভিবাসী বাহারুল ইসলাম প্রমুখ। শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রত্যাগত অভিবাসীগণ অংশগ্রহন করেন। সেমিনার শেষে গুনিজনদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।