শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২ টি ফাইনাল ম্যাচ আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২ টি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরসহ আরো অনেকেই।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, গোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাশিরুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুন্ডু বিদ্যুৎ কুমার, সহকারী শিক্ষক কামাল হোসেন, লিটন কুমার, বাকি বিল্লাহসহ আরো অনেকেই।

খেলার প্রথম ম্যাচে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার অপর ম্যাচে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের ৫-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷

খেলায় ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়ন ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল আগামীতে জেলা পর্যায় খেলায় অংশগ্রহণ করবে। খেলা দেখতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: