মনিরুল ইসলাম বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ্যডঃ শ্যামল কুমার দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস। স্বাগত বক্তব্য রাখের পূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস, হিন্দু বৌদ্ব খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার বিশ্বাস প্রমূখ। সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধরণ সম্পাদক দীপঙ্কর মজুমদার। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি পূজা মন্ডবে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। উল্লেক্ষ্য এবছর শালিখা উপজেলায় ১৬১টি মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।