‘মেধাশূন্য প্রশাসনের কারণে আইনশৃঙ্খলার অবনতি’

 আজ শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি একথা বলেন।এরশাদ বলেন, দেশে আইন বলতে কিছুই নেই। গুম, হত্যা, হরতাল, ফরমালিন মানুষ চায় না। মানুষ শান্তি চায়, কিন্ত সে অবস্থা এখন নেই। তাই মানুষ পরিবর্তন চায়।

সরকারি দলের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে এবং বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে গেছে বলে মনে করেন তিনি।

আন্দোলন করে সরকার পতন ঘটানোর মত অবস্থা বিএনপির নেই বলেও মন্তব্য করেন এই সাবেক রাষ্ট্রপতি।

তাই এ দুই দলের বিকল্প দল হিসেবে মানুষ জাতীয় পার্টিকে চায় বলে তিনি উল্লেখ করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলুন। জনগণের কাছে যান। জনগণ ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করবে।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

এছাড়া সম্মেলনে ৫৯০ জন কাউন্সিলর ও পাঁচ হাজার ডেলিগেট অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: