মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি এলাকায় নছিমনের ধাক্কায় মিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে মিম তার বড় বোন সালমার সঙ্গে বেড়াতে গিয়ে সিংড়া-আড়পাড়া সড়কের মুক্তিযোদ্ধা সমাধি এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নছিমন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মিম ওই উপজেলার উজগ্রামের সাহেব আলী পাটোয়ারীর মেয়ে।
শালিখা থানার ওসি বিল্পব কুমার নাথ জানান, এই ঘটনায় মামলা হয়েছে।