মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন। দেশ গঠনে অংশ নিন’ এই শ্লোগানে ২৮ জুলাই হতে শুরু হবে মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে সোমবার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গোল্ডকাপ ট্রফি উন্মোচন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, জেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, ক্রীড়া ধারাভাষ্যকার প্রদুৎকুমার রায়সহ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা।
সদর উপজেলার আলোকদিয়া, গাবতলা বাজার ও রাউতড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।