মাগুরানিউজ.কমঃ
সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডেমোক্রেসি ওয়াচ ও রোভা ফাউন্ডেশন ‘অপরাজিতা প্রকল্পের’ আওয়াতায় যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।
বক্তব্য রাখেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তানজিরা রহমান, শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ডেমোক্রেসি ওয়াচের জেলা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সিরাজুল ইসলাম।
সভায় মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন সদস্য অংশ নেন।
সভায় বক্তরা বলেন, রাজনৈতিক ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটি হলে দেশের উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে কোন নারী জনপ্রতিনিধি কাজ করতে গিয়ে কোন প্রতিবন্ধকাতার সম্মুখীন হলে সকলে মিলে তাকে সহযোগিতা করতে সভায় বক্তরা আহ্বান জানান।