মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মিয়া নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
আহত জালালকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মিয়ার গ্রুপের সঙ্গে সভাপতি কাজী জালালের গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারে জালালকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ ওই গ্রুপের সদস্যরা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান- ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বকুল মিয়া নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।