ন্যাশনালডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট সোমবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। ১৫ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হচ্ছে। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়াও শ্যামলী,কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
অগ্রিম টিকিটপ্রত্যাশীরা ভোররাত থেকে অনেক বাসের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন। অনেকে ভোররাতে এসে সেখানে অবস্থান নিয়েছেন। টিকিট দেয়ার ক্ষেত্রে বিলম্বের অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী। কেউ কেউ বেশি ভাড়া নেয়ার অভিযোগ তুলেছেন।