মাগুরানিউজ.কমঃ
দাঁত ব্যথা কার না হয়। ব্যথা নিবারণে আমরা দন্ত চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু হিংস্র প্রাণির ব্যথা হলে দন্ত চিকিৎসকের কাছে নিয়ে যাবার কথা আমরা কয়জন ভাবতে পারি।
এমনই এক ঘটনা ঘটেছে ইংল্যান্ডের কেন্ট কাউন্ট্রির ক্যান্টাবুড়িতে। সেখানকার হাউলেট ওয়াইল্ড পার্কে এক জোড়া সুমাত্রার বাঘ ছিল। তাদের একজনের দাঁতে ব্যথা শুরু হলো। বাঘটির নাম আমির। ব্যথায় কাতর আমির খাওয়া দাওয়া ছেড়ে দিল। এখন পার্কের কিউরেটররা চিন্তা করলো এভাবে খাবার খেতে না পারলে বাঘটি মারা যাবে। তাই তাকে নিয়ে যাওয়া হলো সেখানকার দন্ত চিকিৎসকদের কাছে।
তারা বাঘটিকে অজ্ঞান করে দাঁত ব্যথার কারণ অনুসন্ধান করে। পড়ে দেখা গেলো বাঘটির সামনের ৩টি দাঁত ভেঙে গেছে। চিকিৎসকরা দাঁতগুলো মেরামত করে দিলে বাঘাটি আগের অবস্থায় ফিরে আসে।