মাগুরা নিউজ.কম:

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ২৩ সদস্যের ভারতীয় ক্রিকেট দল আজ শুক্রবার সকাল নয়টায় ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম খবরটি নিশ্চিত করেছেন।
ব্যাটসম্যান সুরেশ রায়নার নেতৃত্বে ভারতীয় দলে রয়েছেন রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।
স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাখা হয়নি ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিসহ আরো পাঁচ সদস্যকে।
নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ব্যাটিং নৈপূণ্য দেখানো ওপেনার রবিন উথাপ্পা।
এছাড়াও অধিনায়ক এমএস ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ঋদ্ধিমান সাহা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৭ ও ১৯ জুন।