শ্রীপুরে হেরোইনসহ ২ জন আটক, পলাতক অপর আসামি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ২’শ ৫ গ্রাম হেরোইনসহ তরিকুল ইসলাম ও সোলাইমান অরফে রুয়েল মিয়া নামের দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ব্যবসার সাথে সম্পৃক্ত অপর আসামি পলাতক রয়েছে।

সোমবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- উপজেলার দরিবিলা গ্রামের বাদশা মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২৮), সরইনগর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সোলাইমান অরফে রুয়েল মিয়া (২৬)।

No description available.

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, মাগুরা জেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান চালাতে শুরু করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শ্রীপুর থানার সাব ইন্সপেক্টর রামপ্রসাদ সরকার ও সঙ্গীয় ফোর্স উপজেলার শ্রীকোল বাজার এলাকা থেকে ৩ গ্রাম হেরোইনসহ সোলাইমান নামে এক যুবককে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দরিবিলা গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আরো ২’শ ২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি পালিয়ে যাই। পরে আটক ওই দুই যুবকের কাছ থেকে ২’শ ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৭৫ হাজার টাকা।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আটক ২ যুবকের কাছ থেকে ২’শ ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

No description available.

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: