মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হঠাৎ স্ট্রোক করলে নিজ বাড়ি কমলাপুর থেকে মাগুরা যাওয়ার পথে আজ রাত ৮ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২ টায় জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।