মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যান সংস্থার উদ্যোগে চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত জান্নাতুল মাওয়া কবরস্থানের উন্নয়ন কাজের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কবরস্থানকে সৌন্দর্য বর্ধনে বাহারি রংয়ের ফুল গাছ ও সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা, সমাজ সেবক মোঃ আলম বিশ্বাস, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, ইউপি সদস্য নবুয়ত বিশ্বাস, উজির বিশ্বাস, মিলন হোসেন, চৌগাছী পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, কবরস্থানের তত্বাবধায়ক শাহিনুর রহমান হিটু প্রমুখ।