মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মিম (৩) নামে এক শিশু ব্যাটারি চালিত অটোর ধাক্কায় মাথায় আঘাত পেয়ে নিহত হয়েছে।
স্থানীয় জনসাধারণ ও মিমের মামা শিপন হোসেন জানান, বিকেলে মিম বাড়ির সামনের সড়কে (গ্রামীন ফোন টাওয়ারের সামনের সড়কে) খেলা করছিল। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ওই রাস্তা দিয়ে ব্যাটারি চালিত অটো যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটি পড়ে মাথায় গুরুতর আঘাত পাই। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরন করে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহত শিশুটির পরিবার থেকে থানায় কোন অভিযোগ করেনি। কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।