মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে ।
নির্বাচনে রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু দায়িত্ব পালন করেন । প্রিজাইডিং অফিসার হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএন নকিবুল হাসান, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যুব উন্নয়ন অফিসার রিয়াজুল ইসলাম ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী দায়িত্ব পালন করেন ।
আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন এ ভোটে আবু জাফর ২৮৮ ভোট পেয়ে প্রথম, টিটো মিয়া ১৭৪ ভোট পেয়ে দ্বিতীয়, টিটোন মোল্যা ১৭৩ ভোট পেয়ে ওয়াদুদ তৃতীয় ও হীরা কুমার রাহুত ১২৪ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে জাহিদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ৪০৬ ভোটারদের মধ্যে ৩৬২ ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ১২ টি ভোট বাতিল হয়।