শ্রীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনব্যাপী প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সকালে উপজেলা নির্বাহী অফিসার লিউজা – উল জান্নাহ এ কর্মশালার উদ্বোধন করেন ।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্বাবনী উদ্যোগ সম্পর্কে উপজেলার সর্বশেষ অবস্থান তুলে ধরে বিষয়ভিত্তিক আলোচনা করেন কর্মকর্তাগণ। আশ্রয়ণ ও বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, সামাজিক নিরাপত্তা বিষয়ে সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, শিক্ষা সহায়তা কর্মসূচি বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, ঘরে ঘরে বিদ্যুৎ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী রঞ্জন কুমার ঘোষ, পরিবেশ সুরক্ষা বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, নারীর ক্ষমতায়ন বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়াল, পল্লী সঞ্চয় ব্যাংক বিষয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ম্যানেজার ইমন আহমেদ ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, সংখ্যা লঘু জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিগণ অংশ নেন।

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: