বিশেষ প্রতিবেদক –
মাগুরার শ্রীপুরে মালাইনগর ও চরগোয়ালদাহ গ্রামে শুক্রবার রাতে
৫০ হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানিয়ে চিঠি
দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
মামলার আসামীদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
তারা পুলিশের কাছে চিঠি দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। রবিবার রাতে পুলিশ
সুপারের সম্মেলন কক্ষে এ বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে নানা তথ্য দিয়েছেন
মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ১৯ মার্চ শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে রাত
১০ টার মধ্যে শ্রীপুর উপজেলার চর গোয়ালদাহ পশ্চিমপাড়া ও মালাইনগর এলাকায়
মুসলিম জামাত পরিচয়ে অসিত কুমার গোস্বামীসহ ৫০ থেকে ৬০টি হিন্দু
বাড়িতে ইসলামী দাওয়াতপত্র বিতরণ করে। ৭টি দলে বিভক্ত হয়ে মোটর
সাইকেলযোগে এসব দাওয়াতপত্র বিতরণ করে আসামীরা। দাওয়াত পত্রে কোরআনের
বিভিন্ন সূরা উল্লেখ করে ইসলামের দাওয়াত দেওয়া হয়। যা উক্ত এলাকার ভুক্তভোগীদের
মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে
অনুসন্ধানের এক পর্যায়ে এ ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে
ইউসুফ বিশ্বাস (৩৪), চরমহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কোরবান আলী
(৩৬), দারিয়াপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হারেজ (৪৮) ও
কচুয়া গ্রামের মোস্তফিজুর রহমানের ছেলে মোস্তাকিম বিল্লাহ (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা
স্বীকার করেছে। স্বীকারোক্তিতে তারা এটিকে শুধুমাত্র ইসলামী দাওয়াদের চিঠি
হিসাবে উল্লেখ করেছে। আসামীদের দলনেতা ইউসুফ বিশ্বাস ইবনুল ঢাকা
কলেজে পরিসংখ্যান বিভাগে লেখাপড়া করতো। তৃতীয় বর্ষ পর্যন্ত সেখানে
লেখাপড়া ক’রে সেটি ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়। পরে সেটি ছেড়ে নিজ গ্রাম
শ্রীপুরের চৌগাছিতে এসে বেশ কিছুদিন ধরে একটি মক্তবে বিভিন্ন
বয়সীদের কোরআন শিক্ষা দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তার নেতৃত্বেই
মালাইনগর ও চরগোয়ালদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, রাতের অন্ধকারে নাম পরিচয় বিহীন ওই
প্রচারপত্রে কিছু কথা সংখ্যালঘু ব্যক্তিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায়
শ্রীপুর থানায় রবিবার ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রসঙ্গত,শুক্রবার রাতে মাগুরার শ্রীপুরে মালাইনগর ও চরগোয়ালদাহ গ্রামে
মোটরসাইকেলযোগে হেলমেট ও পাঞ্জাবি পায়জামা পরিহিত অবস্থায় অজ্ঞাত
ব্যক্তিরা ওই এলাকার হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে গিয়ে বাড়ির কর্তাদের নামে লেখা
চিঠি পরিবারের সদস্যদের হাতে দিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। চিঠিতে
মুসলিম জামাতের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ওই সকল ব্যক্তিকে ইসলামের দাওয়াত
সম্বলিত বিভিন্ন কথা উল্লেখ্যের সাথে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানানো
হয়। এ ঘটনায় ওই এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কে সৃষ্টি
হয়।