আজ রবিবার, জুন ৪, ২০২৩ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় লোকনাথ বাবাজীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও পূজা অনুষ্ঠিত। Magura news
- শ্রীপুরে ছাত্রদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ১। Magura news
- শ্রীপুরে ফোনে উত্যক্তের প্রতিবাদ করায় হামলা। Magura news
- পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে
- শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
- শ্রীপুরে অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ
- শ্রীপুরে ২'শতাধিক বিএনপি নেতাকর্মীর আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান। Magura news
- স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখা থাকছে বাজেটে
- শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- শালিখায় ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়েই ১০ গ্রামের মানুষের যাতায়াত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন।
সোমবার সকালে ও মঙ্গলবার বিকেলে উপজেলার পিয়ারপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আহতরা হলেন, উপজেলার পিয়ারপুর গ্রামের বসির শেখ (৩৫),তার স্ত্রী মমতাজ বেগম (২৮), তাদের ছেলে রাব্বি শেখ ও বসির শেখের ছোট বোন।
এলাকাবাসী জানায়, পিয়ারপুর গ্রামের আমজাদ শেখের ছেলে বসির শেখ রনি শেখের কাছে পাওনা টাকা চাইলে রনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এতে বসির শেখ প্রতিবাদ করলে রনি ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বসির শেখ ও তার স্ত্রী পুত্রকে বেধড়ক মারপিট করে। এতে বসির ও তার স্ত্রী মারাত্মক আহত হওয়ায় স্থানীয় লোকজন শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন বসির শেখের স্ত্রী মমতাজ বেগম জানান, রনি শেখ ব্রিজের কাজে যাওয়ার জন্য অগ্রিম ২৫০০ টাকা নেয় এবং দুই দিন কাজ করার পর কাজে যেতে না চাইলে আমার স্বামী রনির কাছে অগ্রিম নেয়া টাকা ফেরত চায়। এতে পিয়ারপুর গ্রামের খতিব শেখের ছেলে আ. রহমান শেখ ও তার ভাই নুরুল শেখ, ইব্রাহিম শেখ, ইউনুস শেখের ছেলে শান্ত শেখ আমার স্বামী বসির শেখের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারধর করে। এক পর্যায়ে আ. রহমান ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করলে মারাত্মক জখম হয়। আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করে।
এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন বসির শেখ বলেন, পিয়ারপুর গ্রামের রনি শেখের কাছে আমার পাওনা টাকা চাইতে গেলে সে টাকা দিতে পারবে না বলে জানায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে রনি শেখসহ নুরুল শেখ, ইব্রাহিম শেখ, শান্ত শেখ আামার উপর চড়াও হয়। রহমান শেখ ধারাল অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। ঠেকাতে গেলে তারা আমার স্ত্রী ও বোনকে মারধর করে আহত করে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, হামলায় বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে শুনেছি, শোনার সাথে সাথেই পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছি এবং তারা শালিখা হাসপাতালে গিয়ে তাদের নাম ঠিকানা লিখে এনেছে।