মাগুরানিউজ.কম:
মাগুরা সদর উপজেলার ইউএনও আবু সুফিয়ান আজ সকালে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালি গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তার মোবাইল কোর্ট পরিচালনার সময় মোল্লাপাড়া এলাকা থেকে অমিত কুমার (৩২) নামে এক মাদকসেবীকে তল্লাশি করে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক করে। যার প্রেক্ষিতে তাকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। অমিত কুমার পারনান্দুয়ালী গ্রামের অমল কুমারের ছেলে
মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই তৎপরতা চলবে বলে জানান আবু সুফিয়ান।