বিশেষ প্রতিবেদক-
”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যে আজ মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে বিজ্ঞ প্যানেল আইনজীবীগণের ভূমিকা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত আইনজীবীগণের ভ‚মিকা বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে। জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির এর সভাপতিতে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ ফরিদুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত সিকদার, সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সহকারী জজ মোঃ আবু বক্কার, বিচারকগন ও প্যানেল আইনজীবীগন। বক্তাগন বিনা মূল্যে মাগুরায় দরিদ্র বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে বিজ্ঞ প্যানেল আইনজীবীগণের ভ‚মিকা বিষয়ে আলোকপাত করেন।