বিশেষ প্রতিবেদক-
আজ দুপুরে মাগুরার বিঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারাজনা ইয়াসমিন প্রদত্ত এক রায়ে জেলার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামের মেহেদী হাসান পাভেল হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে আসামী সেলিম আজাদকে ফাঁসি এবং অপর আসামী রুমা পারভীন ,মোমেনা খাতুন , অবির হোসেন , সাইদুর রহমান , জাকির হোসেন , মো: খলিল ছয় জনের প্রত্যেক কে দোষী সাব্যস্ত তরে যাবজ্জীবন কারা দন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন। সা
জাপ্রাপ্তদের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা ও বালিদিয়া গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ , আসামীরা ইং .২০১২ সালেল ২৬ আগষ্ট রাতে জেলার মহম্মদপুরের মৌলভী জোকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার রেজাউর রহমানের ছেলে মেহেদী হাসান পাভেলকে বাড়ি থেকে নিয়ে স্বাস রোধ করে হত্যা করে লাশ আসামী সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে যায়। পারদিন নিহতের পিতা রেজাউর রহমান মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করলে বিঞ্জ বিচারক সাক্ষ্যপ্রমান গ্রহনে উপরোক্ত সাজা প্রদান করেন।