বিশেষ প্রতিবেদক-
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আজ সোমবার দুপুরে মাগুরায় জেলা প্রশাসনের সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা:দেওয়ান শহিদুল্লাহ , মাগুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম খান প্রমুখ । অনুষ্টানটি উপস্থাপনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো:রেজাউল করিম।
সংবাদ সন্মেলনে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। সংবাদ সন্মেলনে জেলার বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।